এ সময়ে কোন নীতিনির্ধারণী সিদ্ধান্ত হবে না : আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ইলেকশন পর্যন্ত সরকার রুটিন ওয়ার্ক করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এ সময়ে কোন নীতিনির্ধারণী সিদ্ধান্ত হবে না । দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান আইনমন্ত্রী । তিনি বলেন, কোন রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়, জনগন ভোট দিলেই ইলেকশন গ্রহণযোগ্য হবে। খালেদা জিয়া মুক্ত, তাকে মুক্তি দেবার কিছু নেই বলেও মন্তব্য করেন আনিসুল হক।
সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তফাসিল পরবর্তী সময়ে সরকার রুটিন ওয়ার্ক করবে। সংবিধানের বাইরে সরকার কিছু করবে না। উন্নয়ন প্রজেক্ট চলমান থাকবে, নতুন কোন প্রজেক্টটা নিতে পারবে না। আইন পাস করতে না পারলেও বিশেষ প্রয়োজনে অধ্যাদেশ জারী করে আইন পাসের ক্ষমতা রয়েছে।
জনগন সকল ক্ষমতার উৎস জানিয়ে তিনি বলেন, তারাই ভোট দিয়ে সরকার গঠন করবে। পুলিশ প্রশাসনে রদবদলের কোনো সিদ্ধান্ত নিতে হলে নির্বাচন কমিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিতে হবে বলেও জানান আনিসুল হক।