এ সরকারের আমলেই তিস্তার পানি চুক্তি হবেঃ পানিসম্পদ উপমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
দু’দেশের স্বার্থ রক্ষা করে এ সরকারের আমলেই তিস্তার পানি চুক্তি হবে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় উপমন্ত্রী আরো বলেন, প্রতিবেশি দেশের সাথে বন্ধুত্ব রক্ষা করেই বাংলাদেশের স্বার্থ অক্ষুন্ন রেখে সবকিছু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে গঙ্গাচুক্তি করতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুক্তি করে ৩৫ হাজার কিউসেক পানি আনতে পেরেছেন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এরপর বঙ্গবন্ধুর সামাধি সৌধের পাশ দিয়ে প্রবাহিত টুঙ্গিপাড়া খালপাড়ে গাছের চারা রোপণ করেন।