ঐতিহাসিক ৬ দফা দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত হয়েছে।
সকালে বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্টের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
৬ দফা দিবস উপলক্ষে সকালে বরিশালে আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মহানগর আওয়ামী লীগ। এ সময় মহানগর সভাপতি একেএম জাহাঙ্গীর ও জেলার সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।