নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হলো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ
- আপডেট সময় : ০৩:৩৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ১৬২৭ বার পড়া হয়েছে
নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হলো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা হয়েছে। নৌকা বাইচকে ঘিরে চিত্রার দু’পাড়ে নেমেছিলো মানুষের ঢল। গ্রাম বাংলার ঐতিহ্য ও শিল্প সংস্কৃতিকে সার্বজনীন হিসেবে রূপ দিতে এধরনের প্রতিযোগিতা অব্যাহত রাখার দাবি স্থানীয়দের।
নৌকাবাইচ দেখতে বিভিন্ন বয়সী নানা শ্রেণী পেশার মানুষ নদীর দু’পাড়ে অপেক্ষায় থাকে। এছাড়াও, বাসাবাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ছাদে, গাছে গাছে লোকে লোকারণ্য হয়ে যায়। নদীতে নৌকা, ট্রলার, স্পিডবোটে করে বিভিন্ন বয়সের হাজারো মানুষ উপভোগ করেন নৌকাবাইচ প্রতিযোগিতা। এমন আয়োজন দেখে খুশি নানা বয়সী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
নৌকা বাইচ দেখতে ছুটে এসেছেন পাশ্ববর্তী রাষ্ট্র ভারত সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে।
আকাশ সংস্কৃতিক, ফেসবুক ইন্টারনেটের এই যুগে নৌকা বাইচের ঐতিহ্য ধরে রাখতে এবং সাধারণ মানুষদের মাঝে নির্মল আনন্দ দিতে নৌকা বাইচে অংশগ্রহণ করে বলে জানালেন বাইচ চালকরা।
আবহমান গ্রাম বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানালেন আয়োজক কমিটির সভাপতি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
ফেসবুক, ইন্ট্রানেট, মাদকসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা টিকিয়ে রাখতে এমন আয়োজন করা দরকার বলে মনে করেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষের।