ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্ট ২৬ ডিসেম্বর
- আপডেট সময় : ০৭:৩৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
২৬ ডিসেম্বর, ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্ট। চলতি অ্যাশেজ সিরিজে তৃতীয় টেস্টের একাদশে বড় চমক দেখাচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দুই দলই। অস্ট্রেলিয়া দুটি, ইংল্যান্ড একাদশে আনছে চারটি পরিবর্তন।
করোনা প্রটোকলের কারণে অ্যাডিলেড টেস্টে খেলতে পারেননি অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। তার বদলে অভিষেক হয়েছিল মাইকেল নেসারের। কামিন্স একাদশে ফেরায় বাদ পড়ছেন নেসার। অন্যদিকে চোটের কারণে ছিটকে পড়েছেন ঝাই রিচার্ডসন। তার বদলে একাদশে আসছেন স্কট বোল্যান্ড। মাত্র চতুর্থ উপজাতি হিসেবে অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট অভিষেক হতে যাচ্ছে বোল্যান্ডের। ইংল্যান্ডের একাদশে আসছে আরও বড় পরিবর্তন। আগের টেস্টের একাদশ থেকে বাদ পড়ছেন চারজন। মূলত টানা ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতেই একাদশে এত বড় পরিবর্তন ইংলিশদের। মর্যাদার অ্যাশেজে এবার প্রথম দুই টেস্টই হেরেছে জো রুটের দল। গ্যাবায় প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জেতে ৯ উইকেটে। অ্যাডিলেডে দিবারাত্রির দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের জয় ২৭৫ রানের।