ঐতিহ্যবাহী বিঝু উৎসবকে ঘিরে পাহাড়ের পাড়ায়-পাড়ায় শুরু খেলা আর মেলা
- আপডেট সময় : ১১:০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
- / ১৬৬১ বার পড়া হয়েছে
পাহাড়ের ঐতিহ্যবাহী প্রাণের উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসু ও বিহু শুরু হবে কাল। উৎসবকে ঘিরে পাহাড়ের পাড়ায়-পাড়ায় শুরু হয়েছে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। উৎসবের আমেজে মেতে উঠেছে স্থানীয় মানুষ।
পাহাড়ের এই ঐহিত্যবাহী প্রাণের বৈসাবি উৎসবকে ঘিরে খাগড়াছড়িতে বিভিন্ন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় চলছে ঘিলা খেলা, নাদেং খেলা, বাঁশ খরম দোড়, রশি টানাটানি, ফুটবল মারমাদের ঐতিহ্যবাহী পানি খেলা ও ত্রিপুরাদের গরয়া নৃত্যসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা। এছাড়াও প্রবীন ব্যাক্তিদের গোসল করিয়ে , পা ছুয়ে প্রণাম করে আর্শীবাদ নেয় তরুন প্রজন্মের শিশু কিশোর-কিশোরীরা।
আয়োজরা জানিয়েছেন ঐতিহ্য রক্ষায় ও ঐতিহ্যবাহী খেলাধুলা গুলো যাতে হারিয়ে না যায়, নতুন প্রজন্ম যাতে এই গুলো ধরে রাখতে পারে তাই এই আনন্দ আয়োজন।
এ উপলক্ষে খাগড়াছড়ি ক্ষুদ্র ণৃ-গোষ্ঠি ইনস্টিটিউট এর উদ্যোগে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।উৎসবকে আরো আনন্দ মুখর , নিরাপদ ও ঠিকিয়ে রাখতে সরকার আরো উৎযোগী হবেন এমটাই প্রত্যাশা স্থানীয়দের।