ওবায়দুল কাদের শ্বাসকষ্টজনিত কারণে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি

- আপডেট সময় : ০১:৫৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শ্বাসকষ্টজনিত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় -বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া। তবে তাঁকে পর্যবেক্ষণের জন্য করোনারি কেয়ার ইউনিটে সিসিইউ-এ রাখা হয়েছে।
আসন্ন সিটি নির্বাচনসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল ওবায়দুল কাদেরের। বেলা ১০টায় সেখানে যাওয়ার পর শ্বাসকষ্ট জনিত সমস্যায় পড়েন তিনি। এ সময় দ্রুত তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অব্স্থা নিয়ে কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক
এ সময় ওবায়দুল কাদেরের শারীরক অবস্থা নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া জানান, ওবায়দুল কাদেরের শারীরীক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রয়োজনে তাকে বিদেশে নিয়ে যাওয়া হতে পারে বলেও জানান চিকিৎসকরা।