ওভার স্পীডে গাড়ী চালানোর ফলে দুর্ঘটনায় সংখ্যা বাড়ছে
- আপডেট সময় : ০৬:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
ফাঁকা রাস্তায় বেপরয়া গাড়ী চালানো ঈদের ছুটিতে বাড়ছে সড়ক দুর্ঘটনা বিশেষ করে মোটরসাইকেল চালকরা নিয়ম-নীতির তোয়াক্কাই করছে না। অন্যদিকে, বন্ধু-বান্ধবকে নিয়ে ঘুরতে গিয়ে ওভার স্পীডে গাড়ী চালানোর ফলে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে হাসপাতালে।
হেলমেট ছাড়া বাইক চালানো ফলে মামলা খেলেও তাতেও কোন কাজেই আসছে না। ঈদের ছুটির কারণে জেলা শহরের ফাকা রাস্তায় বেড়েছে বেপরয়া গতিতে গাড়ী চালানোর প্রতিযোগীতা। শহরের বিভিন্ন ওলি গলিতে উঠত্তি বয়সের যুবকরা বেপরোয়াভাবে বিকট সাউন্ডে মোটর সাইকেল দাঁপিয়ে বেড়াচ্ছে। তাদের এমন আচরণে ক্ষুব্ধ স্থানীয় ও পথচারীরা।
এদিকে ঈদের পর থেকে হাসপাতালে বেড়েছে দুর্ঘটনায় রোগীর সংখ্যা। গত কয়েকদিনে ২০০শতাধিক দূর্ঘটনায় আহত হয়েছে শতাধিক ও প্রানহানী হয়েছে ৬জনের ।
এদিকে, সড়ক দুর্ঘটনা রোগীর সংখ্যার বাড়ার কথা জানান এই চিকিৎসক। এদিকে ঢাকা-রংপুর মহাসড়ক সহ জেলায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। এদিকে দুর্ঘটনা প্রতিরোধে জোর পদক্ষেপ নেয়ার দাবী স্থানীয়দের।