ওমানের আল আমারত স্টেডিয়াম যেন এক টুকরো বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ওমানের আল আমারত স্টেডিয়াম যেন এক টুকরো বাংলাদেশ। টি-টুয়েন্টি বিশ্বকাপকে ঘিরে যার সৌন্দর্য আর কাঠামো তৈরি হয়েছে একাধিক বাংলাদেশীর কল্যাণে। বিশ্বকাপের তিনটা বাছাই পর্বের ম্যাচ এখানেই খেলবে টাইগাররা।
পুরো নাম আল আমারাত ক্রিকেট স্টেডিয়াম। প্রতিষ্ঠিত ২০১২ সালে। দর্শক ধারন ক্ষমতা প্রথমে দুহাজার থাকলেও পরে বেড়ে দাড়িয়েছে তিন হাজারেও বেশি। প্রতিষ্ঠার ৭ বছর পর মাঠে গড়িয়েছে কোন আন্তর্জাতিক ম্যাচ। প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হয়েছিল বাহরাইন-সৌদি আরব। পরের বছর ওয়ানডে অভিষেক।
বিশ্বকাপকে ঘীরে যেন নতুনভাবে সেজেছে আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম। সাজানো হয়েছে গ্যালারী। বসানো হয়েছে ডিজিটাল স্কোরবোর্ড। শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যস্ত মাঠ কর্মী থেকে শুরু করে উর্ধতন কর্মকর্তারা।
৩৫০০ কিলোমিটার দুরে অথচ যেন বাংলাদেশের কোন মাঠ। আল আমারত স্টেডিয়াম যেন একটুকরো বাংলাদেশ। কেন না যে মাঠের ১৮ জন গ্রাউন্সম্যানের মধ্যে ১৬ জনই বাংলাদেশের। যাদের
আকাশচুম্বী।ফাইনালে খেলবে বাংলাদেশ হবে বিশ্বচ্যাম্পিয়ন।