ওমিক্রণের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনার নতুন ধরন ওমিক্রণের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে আজ।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে জাতীয় কারিগরী পরামর্শক কমিটির সঙ্গে রাতে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শনিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, মার্চের আগেই সংক্রমণ বাড়তে থাকায় পরিকল্পনায় কিছুটা সমন্বয়ের দরকার হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোন পরিকল্পনা সরকারের নেই জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে টিকার আওতায় আনার ব্যবস্থা নেয়া হচ্ছে। ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের বিষয় নিয়েও সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।