ওমিক্রনের চোখ রাঙ্গানি থাকলেও সফলভাবে বিপিএল ম্যাচ আয়োজনের আশা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের চোখ রাঙ্গানি থাকলেও সফলভাবে ম্যাচ আয়োজনের আশা করছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
ক্রিকেটের সবচেয়ে দরকারি প্রযুক্তি- ডিআরএস রাখা হয়নি এবারের আসরে। রাখা হয়নি বিদেশি আম্পায়ারও। এজন্য করোনা জটিলতাকে দায়ী করছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। বৃহস্পতিবার বিপিএলের টাইটেল স্পন্সর ঘোষণার সময় একথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম এবং বিবিএস ক্যাবলসের চেয়ারম্যান নোমান হাওলাদার।