ওমিক্রন নিয়ে প্রাথমিকভাবে একটি গবেষণা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা
- আপডেট সময় : ০৩:২৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ওমিক্রন নিয়ে প্রাথমিকভাবে একটি গবেষণা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। সেই গবেষণা থেকে জানা গেছে, করোনাভাইরাসের ডেলটা ও বেটা ধরনের চেয়ে ওমিক্রনের পুনরায় সংক্রমিত করার ক্ষমতা তিন গুণ বেশি। করোনায় আগে আক্রান্ত ব্যক্তির শরীরে গড়ে ওঠা প্রতিরোধ ব্যবস্থা ভেঙে দেয়ার ক্ষমতাও ওমিক্রনের রয়েছে।
গবেষণাটি চালানো হয়েছে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগের সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে। গত ২৭ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ২৮ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৫ হাজার ৬৭০ জন পুনরায় সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আক্রান্ত হওয়ার ৯০ দিনের ব্যবধানে করোনা পরীক্ষার ফল আবার পজেটিভ এলে ভাইরাসটির পুনরায় সংক্রমণ হয়েছে বলে ধরা হচ্ছে। দক্ষিণ আফ্রিকায় করোনার প্রথম তিন ঢেউয়ে যারা সংক্রমিত হয়েছিলেন তাদের অনেকের শরীরেই আবার ভাইরাসটি ধরা পড়েছে। এদের মধ্যে বেশির ভাগই আগে ডেল্টা ধরনে আক্রান্ত হয়েছেন।