ওমিক্রন নয়, দেশে এখনও প্রাধান্য বিস্তার করছে ডেল্টা ধরন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ওমিক্রন নয়, দেশে এখনও প্রাধান্য বিস্তার করছে ডেল্টা ধরন। এমন মন্তব্য করেছেন সরকারের আইইডিসিআর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. এএসএম আলমগীর।
সকালে তিনি এক সাক্ষাতকারে বলেন, মাস্ক না পরা, সামাজিক ও রাজনৈতিক সমাগম বাড়ায় সংক্রমণ বাড়তে শুরু করেছে। ওমিক্রনের বিস্তার এখনও সেভাবে দেখা যাচ্ছে না। ওমিক্রন সংক্রমণ বাড়লে সবাই আক্রান্ত হবে বলেও হুঁশিয়ারী দেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর। অবস্থা কোন দিকে যাচ্ছে তা আরও দুই-এক সপ্তাহ পর বোঝা যাবে বলে জানান তিনি। এরই মধ্যে বাংলাদেশেও বাড়তে শুরু করেছে সংক্রমণ। গত বছরের নভেম্বরে শনাক্ত হন ৬,৭৪৫ জন। ডিসেম্বরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯,২৫৫ জনে। একই সাথে সংক্রমণ হার বেড়ে এখন ৩ শতাংশের কাছাকাছি।