ওমিক্রন ভ্যারিয়েন্টের দ্রুত বিস্তারে ভেঙ্গে পড়েছে ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থা
- আপডেট সময় : ০৭:৫৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের দ্রুত বিস্তারে আবারো ভেঙ্গে পড়েছে ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থা। বিপুল সংখ্যক চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছে। তবে, ওমিক্রনের ঢেউ এখনও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি বলে ধারণা করছে বিশেষজ্ঞরা।
প্রভাবশালী ভ্যারিয়েন্ট ডেল্টার তুলনায় ওমিক্রনে হাসপাতালে ভর্তির ঝুঁকি কম। প্রাথমিক গবেষণায় এমন ধারণা করলেও স্পেন, ব্রিটেন, ইতালিতে স্বাস্থ্যসেবা ক্রমেই ভেঙ্গে পড়ছে। ব্রিটেনের হাসপাতালগুলোতে অভিজ্ঞ কর্মীর শূন্যতা পূরণ ও রোগীর চাপ সামলাতে সামরিক সদস্য মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো জরুরি অস্ত্রোপচার ছাড়া সব চিকিৎসা বন্ধ রাখা হয়েছে। স্পেনে ২০২১ সালে অবসরে যাওয়া কর্মী ও নার্সদের আবারো কাজে ফেরানোর অনুমোদন দিয়েছে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় আরাগন কর্তৃপক্ষ। স্পেনের নার্সিং ইউনিয়ন এসএটিএসই জানিয়েছে, নার্স ও ফিজিওথেরাপিস্টদের মতো সামনের সারির কর্মীরা করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। এছাড়াও উপসর্গবিহীন আক্রান্ত কর্মীদের কাজে ফেরাতে নেদারল্যান্ডসের হাসপাতালগুলো কোয়ারেন্টিনের নিয়ম পরিবর্তন করার কথা বিবেচনা করছে। ১৯ ডিসেম্বর থেকে কঠোর লকডাউনে থাকলেও দেশটিতে দৈনিক শনাক্তের সংখ্যা বাড়ছে।