ওমিক্রন মোকাবিলায় পশ্চিমবঙ্গে নতুন বিধিনিষেধ ঘোষণায় বেনাপোল চেকপোস্টে অতিরিক্ত সতর্কতা
- আপডেট সময় : ০৫:৫৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ওমিক্রন মোকাবিলায় পশ্চিমবঙ্গ নতুন বিধিনিষেধ ঘোষণা করায় কড়াকড়িভাবে সতর্কতা নিশ্চিত করা হচ্ছে বেনাপোল চেকপোস্টে। নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে স্থল বন্দরটিতে। করোনা নেগেটিভ সার্টিফিকেট আনলেও তাদের রেপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। যাত্রী সংখ্যাও হঠাৎ করে কমতে শুরু করেছে।
ভারতে যাতায়াতকারী যাত্রীদের স্ক্রিনিং চলছে সতর্কতার সঙ্গে। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে বেনাপোল ইমিগ্রেশনে স্বাস্থ্য কর্মকর্তারা এই কার্যক্রমে এখন মনোযোগী। ১২ বছরের উর্ধ্বে সব যাত্রীদের ৪৮ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট আনলেও তাদের রেপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে।
এ সপ্তাহের প্রথম দিনে বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ হাজার যাত্রী ভারতে গেছেন। সোমবার মাত্র ৩শ’ যাত্রী যাতায়াত করেছে। যাত্রী সংখ্যাও হঠাৎ করে কমতে শুরু করেছে। মেডিকেল ও বিজনেস ভিসা ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছে না ভারতীয় ইমিগ্রেশন।
ভারত ফেরত ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।
করোনাভাইরাস ওমিক্রন মোকাবিলায় পশ্চিমবঙ্গে নতুন বিধিনিষেধ ঘোষণার পর থেকে সতর্ক অবস্থানে ভারতীয় ইমিগ্রেশন।