ওষুধ ও ভ্যাকসিন উন্নয়নে ডব্লিউএইচও’র পদক্ষেপের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্বনেতারা
- আপডেট সময় : ০২:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের পরীক্ষা, এর ওষুধ ও ভ্যাকসিন উন্নয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও’র পদক্ষেপের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্বনেতারা। শুক্রবার সংস্থাটির প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস এ কথা জানান। তিনি বলেন, গোটা বিশ্বই যখন এই ভাইরাসের হুমকিতে তখন সম্মিলিত পথেই একে মোকাবিলার স্বার্থেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, বৈশ্বিক এ উদ্যোগের সঙ্গে তারা নেই।
সমন্বিত এ উদ্যোগ সম্পর্কিত ভিডিও কনফারেন্সে টেড্রস অ্যাহানম গেব্রেইয়েসুস বলেন, করোভিড–১৯ এর চিকিৎসা, এর পরীক্ষা ও একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন তৈরি, উৎপাদন ও সমভাবে বিতরণের লক্ষ্যে এটি একটি অতি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কোভিড–১৯ মোকাবিলায় সব মানুষ যেন সমান সুযোগ পায়, তা নিশ্চিতের লক্ষ্যেই এই উদ্যোগ। ভিডিও কনফারেন্সে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর নেতারাও অংশ নেন। তবে যোগ দেয়নি যুক্তরাষ্ট্র। জেনেভার মার্কিন মিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানায়, যুক্তরাষ্ট্র এতে অংশ নেবে না। জেনেভায় নিযুক্ত মার্কিন প্রতিনিধি স্পষ্টভাবে জানান, এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ থাকবে না। তবে এ উদ্যোগের দিকে সতর্ক দৃষ্টি থাকবে।