ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলা প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার রাত থেকে তারা কর্মবিরতি শুরু করেন।
ইন্টার্ন চিকিৎসকদের সাথে প্রশাসনের তিন দফা বৈঠকেও কোনো সুরাহা হয়নি। দাবি পুরণে আজ বেলা ১২টা পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ইন্টার্ন চিকিৎসক পরিষদের বৈঠক হবে। গত সোমবার রাতে এক রোগীর মৃত্যু কেন্দ্র হাসপাতালে হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হয় চিকিৎসা কার্যক্রম। হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ চারজনকে আটক করে। এ পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ দফায় দফায় বৈঠক করেন। সবশেষ গতকাল বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২ ঘন্টার বৈঠকেও কোন সুরাহা হয় নি।