ওসি প্রদিপের বিরুদ্ধে আর কোন মামলা আছে কিনা জানতে চেয়েছে আদালত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
কথিত বন্দুকযুদ্ধে হত্যার অভিযোগে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও চন্দনাইশ থানার তৎকালীন ওসি কেশব চক্রবর্তীসহ ১০ জনের বিরুদ্ধে আর কোন মামলা আছে কিনা, তা জানাতে কক্সবাজারের এএসপিকে নির্দেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
সন্ধ্যায় চট্টগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর আদালত এই আদেশ দেন। এর আগে গেল ২ সেপ্টেম্বর বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সহায়তায় নিহত আজাদুল হক ও ফারুকের বোন রিনাত সুলতানা শাহিন বাদী হয়ে সাবেক ওসি প্রদীপসহ অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেয়। ৮ লাখ টাকা চাঁদার দাবিতে প্রবাসীসহ দুই ভাইকে চন্দনাইশ থেকে তুলে নিয়ে কথিত বন্দুকযুদ্ধে হত্যার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।