ওসি প্রদিপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারনের অবৈধ সম্পত্তি ক্রোক করতে রিসিভার নিয়োগ
- আপডেট সময় : ০১:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদিপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারনের অবৈধ সম্পত্তি ক্রোক করতে চট্টগ্রাম ও কক্সবাজারের জেলা প্রশাসককে রিসিভার হিসেবে নিয়োগ করেছে আদালত।
সকালে শুনানী শেষে চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এই নিয়োগ প্রক্রিয়া চুড়ান্ত করতে নির্দেশনা দেন। গেল বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিণ ড্রাইভ সড়কে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহাকে গুলি করে হত্যার পর ওসি প্রদিপের অবৈধ সম্পদ অর্জনের বিষয়টিও সামনে আসে। পরে অনুসন্ধান শুরু করে দুদক। এসময় প্রদীপ ও তার স্ত্রীর নামে চট্টগ্রাম ও কক্সবাজারে প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদের হদিস পায় প্রতিষ্ঠানটি। দুদকের করা মামলায় গেল বছরের সেপ্টেম্বরে প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারনের নামে থাকা চট্টগ্রামের পাথরঘাটার একটি ৬তলা ভবন, মুরাদপুরের সেমিপাকা বাড়ি, কক্সবাজারের একটি ফ্লাট ও জ্ঞাত আয়বহির্ভুত উপার্জনে কেনা দুটি গাড়িসহ বেসিক ব্যাংকের আসাদগঞ্জ শাখার একটি হিসাব ক্রোক করার নির্দেশ দেয় আদালত। আজ সেই সম্পত্তি বুঝে নিতে রিসিভার নিয়োগ করলো আদালত।