ওয়ানডে ও টি-টুয়েন্টির পর টেস্ট মিশনে নামছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
সফল ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ শেষে এবার টেস্ট মিশনে নামছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। একমাত্র টেস্টে কাল মুখোমুখি হবে দু’দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
গেল দুই সিরিজ ধরে ভয়ডরহীন ক্রিকেটের তত্ত্বে বিশ্বাসী বাংলাদেশ। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে এই মন্ত্রেই টাইগাররা ছিল দুর্দান্ত।
ব্যাটিংয়ে তাণ্ডব, বল হাতে পেসারদের গতির ঝড়- এমন ইতিবাচক মানসিকতা নিয়ে এবার টেস্ট ক্রিকেট খেলতে চায় টাইগাররা।
ইনজুরিতে তাসকিনের ছিটকে যাওয়া চিন্তার কারণ তারপরও টেস্টেও বাংলাদেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলার মানসিকতা নিয়ে নামবে বলে জানান মেহেদী হাসান মিরাজ।
ম্যাচের আগের দিন ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি টাইগাররা সেরেছেন ফিল্ডিংয়ের অনুশীলন। এদিকে, টানা দুই সিরিজ হারলেও একমাত্র টেস্ট জিততে চায় আয়ারল্যান্ড।