ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো ভারত
- আপডেট সময় : ০২:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো ভারত। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ক্যারিবিয়দের ১১৯ রানে হারিয়েছে ভারত।
পোর্ট অব স্পেনে বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ নির্ধারণ করা হয় ৪০ ওভারে। টস জিতে ব্যাট করতে নেমে দারুন শুরু পায় ভারত। শেখর ধাওয়ান ও শুভহাম গিলের উদ্বোধনী জুটিতে আসে ১১৩ রান। ভারত অধিনায়ক ৭৪ বলে ৫৮ রান করে সাজঘরে ফিরলেও ক্রিজের একপ্রান্ত আগলে রাখেন গিল। তবে তার সেঞ্চুরির পথে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। দলীয় সংগ্রহ যখন ৩৬ ওভারে ২২৫ রান, তখন দ্বিতীয় দফায় বৃষ্টি শুরু হলে মাঠ ছাড়তে হয় ভারতকে। বৃষ্টি আইনে ৩৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রানের। জবাবে ব্যাট করতে নেমে ১৩৭ রানেই থেমে যায় ক্যারিবিয়দের ইনিংস।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছে ইংল্যান্ড। ব্যারিস্টো-মঈনের ঝড়ো ব্যাটিংয়ে প্রোটিয়াদের ৪১ রানে হারিয়েছে ইংলিশরা।
ব্রিস্টলে টস হেরে ব্যাট করতে নামে জনি ব্যারিস্টো ও মঈন আলী। দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৪ রানের বিশাল সংগ্রহ পায় তারা। ঘরের মাঠে টি-টুয়েন্টিতে এটিই ইংল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ। ১৬ বলে ফিফটি করে ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন মঈন আলী। এছাড়া ইনিংস সর্বোচ্চ ৯০ রান আসে জনি ব্যারিস্টোর ব্যাট থেকে। জবাবে টপ অর্ডার ব্যাটারদের ব্যার্থতায় চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে ট্রিস্টান স্টাবসের ২৮ বলে ৭২ রানের ঝড়ো ইনিংসেও হার এড়াতে পারেনি প্রটিয়ারা। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলে দক্ষিণ আফ্রিকা।