ওয়ান-ইলেভেনের ১৪ বছর আজ
- আপডেট সময় : ০১:১৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ওয়ান-ইলেভেনের ১৪ বছর আজ। ২০০৭ সালের এই দিনে দেশের রাজনৈতিক ইতিহাসের বড় পরিবর্তন ঘটে। পরবর্তী দুই বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। ২০০৬ সালের ২৯শে অক্টোবর বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষ হয়। তত্ত্বাবধায়ক সরকার গঠনে ঠিকমতো প্রক্রিয়া অনুসরণ না করে, নিজেই প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ।
পরে ২০০৭ সালের ২২শে জানুয়ারির নির্বাচন থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন- মহাজোট সরে দাঁড়ালে তৈরি হয় অনিশ্চয়তা। টালমাটাল পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হোন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদ। ঘোষণা হয় জরুরি অবস্থা। পরদিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফখরুদ্দীন আহমদকে। কয়েক মাসের মধ্যে দুর্নীতির অভিযোগে দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের গ্রেপ্তার শুরু হয়। প্রেপ্তার করা হয়, প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে। শেখ হাসিনা ১১ মাস ও খালেদা জিয়া ১ বছর কারাবন্দি থাকেন। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর জাতীয় নির্বাচনের আয়োজন করে তত্ত্বাবাবধায়ক সরকার। ওই নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা ।