ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে না খেলার বিষয়ে কিছুই জানাননি সাকিব
- আপডেট সময় : ০৩:১৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে না খেলার বিষয়ে বোর্ডের কাছে কিছুই জানাননি সাকিব আল হাসান।
তবে, আনঅফিসিয়ালি ক্রিকেট অপারেশন্সকে সাকিবের জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিবের টেস্ট সংস্কৃতি গড়ে না ওঠার মন্তব্যে দ্বিমত নেই বোর্ড সভাপতির।
১৯ জুলাই এজিএম, প্রস্তুতির অংশ হিসেবে নিজ কার্যালয়ে বোর্ড মিটিংয়ে সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবির উর্ধতন কর্মকর্তারা। দীর্ঘ বৈঠক শেষে সংবাদ মাধ্যমে কথা বলেন বোর্ড সভাপতি।
এসময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিবের না খেলার বিষয়ে জানতে চাইলে বোর্ড সভাপতি জানান ছুটির ব্যাপারে কিছুই জানাননি সাকিব।
তবে, সাকিবের টেস্ট সংস্কৃতি গড়ে না ওঠার মন্তব্যে দ্বিমত নেই বোর্ড সভাপতির।
টেস্ট ক্রিকেটে বিবর্ণ বাংলাদেশ শেষ ১০ বছরে ১৩ জয়ের বিপরীতে হেরেছে ৩৭ ম্যাচে। তারপরও বোর্ড সভাপতি উন্নতি দেখছেন দলে।
টেস্ট সমাধানের জন্য একটা ওয়াকিং কমিটি গঠন করেছে ক্রিকেট বোর্ড।