ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ এ দল। বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।
ম্যাচকে সামনে রেখে সেন্ট লুসিয়ায় অনুশীলন করেছে বাংলাদেশ। কোচ মিজানুর রহমান বাবুলের নেতৃত্বে নিজেদের ঝালিয়ে নেন মিথুন, সৌম্য সাব্বির রহমান। ম্যাচের আগের দিনও অনুশীলন করার কথা মিজান শিষ্যদের। অনুশীলনের পর্যাপ্ত সময় পাওয়ায় ওয়ানডে সিরিজ নিয়ে ভালো কিছুর প্রত্যাশা করছেন, তিন বছর পর জাতীয় দলের ডাক পাওয়া সাব্বির রহমান। এদিকে, আনঅফিসিয়াল দুই টেস্টে সুবিধা করতে পারেনি মিথুনের দল। ক্যারিবিয় এ দলের বিপক্ষে চার দিনের দুই ম্যাচেই ড্র করেছে বাংলাদেশ।