ওয়েস্ট ইন্ডিসকে ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৪ বার পড়া হয়েছে
তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিসকে ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো ভারত। ক্যারিবিয়দের দেওয়া ৩১৬ রানের টার্গেটে ৮ বল হাতে রেখে লক্ষ্যে পৌছায় স্বাগতিকরা।
টস হেরে ব্যাট করতে নেমে আধিপত্য বিস্তার করে এভিন লুইস এবং শাই হোপ। তবে, তাদের বিদায়ে, কিছুটা ধাক্কা খায় উইন্ডিজ। দ্রুতই ফিরে যান রোস্টন চেজ এবং হেটমায়ারও। এরপর দলের হাল ধরেন নিকোলাস পুরাণ এবং পোলার্ড। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩১৫ রানে সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস সর্বোচ্চ ৮৯ রান করেন পুরান। এছাড়া ৭৪ রান করেন পোলার্ড। জবাবে, রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় ভারত। ১২২ রানে প্রথম উইকেট পড়লেও বাকি কাজটুকু করেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ৮৫ রান করে কোহলি আউট হলেও হতাশ করেননি জাদেজা। ৩১ বলে ৩৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।