কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা প্রধানের ভাই আটক
- আপডেট সময় : ০৫:১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা প্রধানের ভাইকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে এপিবিএন। ড্রোনের সাহায্যে অপরাধীদের অবস্থান শনাক্ত করা হয়। আটক শাহ আলীকে জিজ্ঞাসাবাদ শেষে উখিয়া থানায় হস্তান্তরের কথা রয়েছে।
ভোর সাড়ে ৪টায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠ এলাকায় অভিযান চালানো হয়। মোহাম্মদ শাহ আলী মিয়ানমারের নিষিদ্ধ আরসা বাহিনীর প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী’র ভাই। এ সময় উদ্ধার করা হয়েছে ১ হাজার ইয়াবা, দেশীয় ১টি বন্দুক ও ১ টি ছোরা। অভিযানের সময় সাদিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। ক্যাম্পে সশস্ত্র দুর্বৃত্তরা বড় ধরনের অপরাধ সংঘটনের জন্য জড়ো হয়েছিলো বলে তথ্য ছিলো এপিবিএনের কাছে। ক্যাম্পে কোনো ধরনের অপতৎপরতা রয়েছে কিনা তা জানতে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।