কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
- আপডেট সময় : ০২:১৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০জন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
মালুমঘাট হাইওয়ে পুলিশ জানায়, চকরিয়ার মইক্ক্যাঘোনার ঢালায় কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে মালবাহী পিকআপ ও লবনবোঝাই ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও বাসের এক যাত্রীসহ তিনজন ঘটনাস্থলে নিহত হন। নিহতরা বাস ও মিনিট্রাকের চালক এবং অন্যজন বাসের সহকারী। এ সময় আহত হন ১০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারনা লবনবোঝাই ভ্যানটি পিকআপকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। বাসটি জব্দ করা হয়েছে।
কক্সবাজারের ঈদগাঁওয়ে প্রায় পৌঁনে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করেছে ডিবি পুলিশ। এর দাম ৬ কোটি টাকারও বেশি।
কক্সবাজাররের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানায়, বিশেষ অভিযান চালিয়ে ঈদগাঁও আউলিয়াবাদ গ্রামের একটি বাড়ি থেকে ইয়াবা উদ্ধার করা হয়। বসতঘরের নিচে মাটি খুঁড়ে ইয়াবা বের করা হয়। এসময় হাসান নামের ৬০ বছর বয়সী এক কারবারিকে আটক করা হয়। এর সাথে জড়িত অন্যান্যদেরও আটকের চেষ্টা চলছে। পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব জানানো হয়।