কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৪ জন নিহত হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৪ জন নিহত হয়েছে।
ভোর উপজেলার হোয়াইক্যং এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করে পুলিশ।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, আটক আসামীদের দেয়া তথ্য অনুযায়ী হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকায় লুকিয়ে রাখা মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ। এসময় মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়। এরপর আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ৪ মাদক কারবারি গুলিবিদ্ধ হয়। পরে আহতবস্থায় পড়ে থাকা ৪ যুবককে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন।