কক্সবাজারের টেকনাফে ভারী বর্ষণে পাহাড় ধসে একই পরিবারের ৫ শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০১:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে ভারী বর্ষণে পাহাড় ধসে একই পরিবারের ৫ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে । উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানায়, টানা বৃষ্টিপাতে হ্নীলা ইউনিয়নের পানখালি ভিলেজ পাড়ায় এই পাহাড় ধস হয়।
নিহত ৫জন সম্পর্কে ভাইবোন । ঘটনার পর স্থানীয়রা মাটি সরিয়ে মরদহগুলো উদ্ধার করে। এদিকে, আরো কেউ মাটি চাপা পড়ে আছে কিনা তা দেখতে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন। সব মিলিয়ে গত দুই দিনে এ জেলায় ১৩ জনের মৃত্যু হলো। আবহাওয়া অধিদপ্তর, মঙ্গলবার ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এজন্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিও অব্যাহত থাকতে পারে।