কক্সবাজারের রামুর অপহরণকারী চক্র চিহ্নিত : অপহৃত ৪ শিক্ষার্থীই উদ্ধার
- আপডেট সময় : ০৪:৪৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / ১৭৪২ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামুর পেঁচারদ্বীপ এলাকা থেকে চার স্কুল ছাত্রকে অপহরণের ঘটনায় জড়িত পুরো চক্রটিকে চিহ্নিত হয়েছে বলে দাবি করেছে রেব। এরই মধ্যে চক্রের দুই রোহিঙ্গা সদস্যকে গ্রেফতারও করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে আজ ভোর পর্যন্ত অভিযানে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে চার স্কুল ছাত্রকে। পরিবারের কাছে ফিরতে পেরে আবেগাপ্লুত তারা।
রামুর পেঁচার দ্বীপের বাসিন্দা ও সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাতিঘর নামের একটি আবাসিক কটেজের কর্মচারী জাহাঙ্গীর আলম ও ইব্রাহিমের মধ্যে সম্প্রতি বন্ধুত্ব গড়ে উঠে। গত ৭ ডিসেম্বর টেকনাফের সেন্টমার্টিনে বেড়ানোর কথা বলে স্কুল ছাত্রকে অপহরণ করা হয়।
অপহরনের পর তাদের নিয়ে যাওয়া হয় টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের রোহিঙ্গা ক্যাম্পের পাশে গহীন অরণ্যে। সেখানে শারিরীক নির্যাতনের পাশাপাশি পরিবারের কাছে ফোন করে চাওয়া হয় মুক্তিপণ। এ ঘটনায় থানায় অভিযোগের পর তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার রাতে তিন জনকে উদ্ধারের পর শনিবার ভোরে অন্য শিক্ষার্থীকেও উদ্ধার করে রেব। এর আগে শুক্রবার সন্ধ্যায় টেকনাফের শালবন এলাকা থেকে দুই শিক্ষার্থী জাহিদুল ইসলাম মামুন ও মিজানুল ইসলামকে উদ্ধার করা হয়। এরপর, একই পাহাড়ে অভিযান চালিয়ে মোহাম্মদ কায়সার নামে আরেক ছাত্রকে উদ্ধার করে রেব। পরিবারের কাছে ফিরতে পেরে আবেগাপ্লুত তারা।
রেব বলছে, অপহরণ চক্রটিকে চিহ্নিত করতে পেরেছে তারা। এরই মধ্যে চক্রের দুই রোহিঙ্গা সদস্য জাহাঙ্গীর আলম ও জাবেদকে গ্রেফতার করা হয়েছে। জাহাঙ্গীর এ ঘটনায় করা মামলার প্রধান আসামী। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।
গত বুধবার চার শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায় রোহিঙ্গা সন্ত্রাসীরা।