কক্সবাজারে আলাদা ঘটনায় তিনজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
কক্সবাজারে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুনসহ আলাদা ঘটনায় তিনজন নিহত হয়েছে।
সোমবার দিবাগত রাতে এসব ঘটনা ঘটে। পুলিশ জানায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে মহেশখালীতে বড় ভাইদের ছুরিকাঘাতে শাহরিয়ার শামু নামে ছোট ভাই নিহত হয়। এ ঘটনায় নিহতের তিন ভাইকে আটক করা হয়েছে। এদিকে, চকরিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় শাহজাহান নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত শাহজাহান পেকুয়া উজানটিয়া ইউনিয়নের বদী আহমদের ছেলে। অন্যদিকে পেকুয়া উপজেলায় স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যায় টইটং ইউনিয়নের খুনিয়াভিটা এলাকা থেকে ছেনুয়ারা বেগম নামে ওই গৃহবধুর মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।