কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক পাচারকারি নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
কক্সবাজারে উখিয়ায় বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক পাচারকারি নিহত হয়েছে।
কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ জানান, গেল রাতে বালুখালীর নাফনদীর তীরবর্তী কাঁকড়া ব্রিজ এলাকা দিয়ে ইয়াবার চালান আসার খবর পেয়ে অভিযান চালানো হয়। এক পর্যায়ে ভোরের দিকে ৫-৬ মাদক পাচারকারি বিজিবি সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়লে বিজিবির সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। পরে সেখান থেকে মংকিউ তংচঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। বিজিবির দাবি, নিহত ব্যক্তি চিহ্নিত মাদক পাচারকারি। সে মিয়ানমার সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ইয়াবা পাচার করে আসছিল। ঘটনাস্থল থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা, দেশী তৈরি একটি লম্বাবন্দুক ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।