কক্সবাজারে কর্মরত এক হাজারের বেশি পুলিশ সদস্যকে একযোগে বদলি
- আপডেট সময় : ০১:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
কক্সবাজারে কর্মরত এক হাজারের বেশি পুলিশ সদস্যকে একযোগে বদলি করা হয়েছে।কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর অংশ হিসেবে এবার হাজারের বেশি পুলিশ সদস্যকে একসঙ্গে বদলি করা হয়েছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার পর পুলিশের ভাবমূর্তি রক্ষার পদক্ষেপ হিসেবে এটি করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
শুক্রবার সকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বদলি হওয়া ১ হাজার ৪১ জন কক্সবাজার জেলায় কর্মরত বিভিন্ন থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এর আগে, বৃহস্পতিবার রাতে কক্সবাজারের ডিবি ও থানাসহ সব পর্যায়ে দায়িত্বে থাকা ৩৪ জন ইন্সপেক্টরকে একযোগে বদলি করা হয়। এরমধ্যে জেলার আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও আছেন। বদলি হওয়া সকল পরিদর্শককে আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে তাদের বদলিকৃত রেঞ্জে যোগ দিতে বলা হয়েছে। তবে, তাদের সবাইকে চট্টগ্রাম রেঞ্জের বাইরে পাঠানো হয়েছে। জেলার সকল পরিদর্শককে বদলির দু’দিন আগে এসপি ও এএসপি পদমর্যাদার আরও ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়।