কক্সবাজারে ডেঙ্গু রোগের প্রকোপ মারাত্মক আকার ধারণ
- আপডেট সময় : ০৪:৩৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
কক্সবাজারে ডেঙ্গু রোগের প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। গত ১০ মাসে এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৩২ জন। এর মধ্যে ২৬ জন রোহিঙ্গা। চিকিৎসা সেবার চাপ সামলাতে না পেরে হিমশিম খাচ্ছে সরকারী-বেসরকারি হাসপাতালগুলো।
পর্যটন নগরী কক্সবাজারে ব্যাপকহারে বেড়েছে ডেঙ্গুর উপদ্রব। একইভাবে উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পেও এ রোগের উৎপাত চলছে ভয়াবহ আকারে।
কক্সবাজার সদর হাসপাতালে ওয়ার্ডে জায়গা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু আক্রান্তরা। রোগীরা বলছেন, জ্বর, মাথা ব্যথাসহ নানা উপস্বর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন তারা।
কক্সবাজার সদর হাসপাতাল সূত্র জানায়, চলতি মাসেই সদর হাসপাতালে ৪৯জন এবং উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে ৩১৩ জন ডেঙ্গু রোগি ভর্তি হয়েছেন। আর আক্রান্ত রোহিঙ্গাদের চিকিৎসা দেয়া হচ্ছে ক্যাম্পের হাসপাতালে।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে শহরের বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার পৌর মেয়র ।
এ পর্যন্ত কক্সবাজারে এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৯৭ জন। যার মধ্যে ১৩ হাজার ৭’শ ৩০ জন রোহিঙ্গা।