কক্সবাজারে প্রথমবারের মতো হয়ে গেলো রোলার স্কেটিং ম্যারাথন
- আপডেট সময় : ০২:২৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
পর্যটন নগরী কক্সবাজারে প্রথমবারের মতো হয়ে গেলো রোলার স্কেটিং ম্যারাথন। ব্যতিক্রম এ আয়োজনে সারাদেশের দুই শতাধিক স্কেটার অংশ নেন। তবে প্রথম আসরে অংশ নিতে না পেরে হতাশ স্থানীয় স্কেটিং ক্লাবের সদস্যরা। এটিকে দায়সারা প্রতিযোগিতা এবং স্পন্সরের ২০ লাখ টাকা লুটপাটের মহোৎসব বলছেন কক্সবাজার স্কেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।
দুই পায়ে চারটি করে ৮ চাকার জুতা পরে গাড়ির মতো ছুটে চলছেন রফিকুল ইসলাম সোহেল। কক্সবাজারের প্রথম স্কেটারম্যান হিসেবে অসংখ্য ছাত্র গড়ার কারিগর তিনি। কক্সবাজার স্কেটিং ক্লাবের এই প্রতিষ্ঠাতা বলছিলেন, ক্ষোভ এবং হতাশার কথা।
স্বাগতিক শিবিরে হতাশা বিরাজ করলেও সমুদ্র আর পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাওয়া নান্দনিক মেরিন ড্রাইভে স্কেটিংয়ে ভর করে দূরন্ত বেগে ছুটে চলেছে একঝাঁক তারুণ।
লাল সবুজের পতাকা হাতে বালক-বালিকা মিলে তারুণ্যে ভরা দুই শতাধিক স্কেটম্যানের চোখে মুখে ছিল বিজয়োৎসব।
প্রতিযোগীরা বললেন, কক্সবাজারের নৈসর্গিক সৌন্দ্যর্যের মাঝে স্কেটিং অন্যরকম আনন্দ।
জেলা প্রশাসক বললেন, স্কেটিং করার মতো পরিবেশ ও সুযোগ কক্সবাজারে তৈরী হয়েছে। তবে প্রথম আয়োজনে ভুল ত্রুটিসহ নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করেন আয়োজকরা। এর আগে, দুইদিন ব্যাপী প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন স্কেটিং ফেডারেশনের সভাপতি।