কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবা ও ভারী অস্ত্রসহ নবী গ্রুপের পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবা ও ভারী অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের পাঁচ সদস্যকে আটক করেছে রেব।
উখিয়ায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন-আব্দুর রাজ্জাক মাঝি, ইলিয়াছ, সাহেদ, মো. আয়াছ আজিজুল ও সাইফুল ইসলাম। এর মধ্যে রাজ্জাক মাঝি ও আজিজুল হক রোহিঙ্গা নাগরিক। অন্যরা বাংলাদেশি। দুপুরে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, কক্সবাজারের অভিযানে মূলহোতা নবী হোসেনকে আটক করা যায়নি। আটক সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।