কক্সবাজারে মহেশখালীর গভীর জঙ্গল থেকে ১০টি অস্ত্রসহ ৩ জন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
কক্সবাজারে মহেশখালীর গভীর জঙ্গল থেকে ১০টি অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে রেব।
ভোরে কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা পাহাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মাটির নিচে পুঁতে রাখা ১০টি অস্ত্র ও বিপুল গুলি উদ্ধার করে রেব। কক্সবাজার রেব কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর কালারমারছড়ার ছামিরাঘোনা পাহাড়ের মাটি খুঁড়ে ৪টি একনলা বন্দুক, একটি বন্দুক, ৩টি এলজি, ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।