কক্সবাজারে যাত্রা শুরু হয়েছে ইউরো-বাংলা সিটি লিমিটেডের সর্ববৃহৎ আবাসন প্রকল্পের
- আপডেট সময় : ০৮:৩৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
“সাধ্যের মধ্যে, স্বপ্নের ঠিকানা”– এই প্রতিপাদ্যে পর্যটন নগরী কক্সবাজারে যাত্রা শুরু হয়েছে সর্ববৃহৎ আবাসন প্রকল্পের। রিয়েল এস্টেট কোম্পানী- ইউরো-বাংলা সিটি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করছে। উদ্যোক্তারা জানান, ব্যতিক্রমী এই আবাসন প্রকল্পে থাকবে সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা।
একপাশে সবুজের অরণ্য ঘেরা সু-উচ্চ পাহাড়, অন্যদিকে, সমুদ্রের নীল জলরাশি। মাঝখানে দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ।
প্রকৃতির অপরূপ এই সৌন্দর্যের সাথে নিজেকে জড়িয়ে রাখতে কার না ভাল লাগে?
সেই ভাললাগার প্রতিটি মুহুর্তকে উপভোগ করতে কক্সবাজার শহর থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরত্বে সমুদ্রের রাণী খ্যাত পাথুরে সৈকত ইনানীতে গড়ে উঠছে ইউরো বাংলা ডুপ্লেক্স সিটি।
১শ’২০ বিঘা জমির উপর ৩ কাটা, ৫ কাটা, সাড়ে ৭ কাটা ও ১০ কাটা করে প্লট থাকবে তিন শতাধিক। যা গ্রাহকদের বিক্রি করা হবে স্বাদ এবং স্বাধ্যের মূল্যে।
শতভাগ স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে কোন ধরনের হয়রানী ছাড়া ক্রেতাদের জমি বুঝিয়ে দেয়া হবে বলে জানান প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা মাহফুজুর রহমান।
বাস্তবায়নের পর এটি হবে পর্যটন নগরীর সর্ববৃহৎ বেসরকারি আবাসন প্রকল্প।