কক্সবাজারে সংঘবদ্ধ নারী ধর্ষণের ঘটনায় নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী
- আপডেট সময় : ০৬:০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
কক্সবাজারে সংঘবদ্ধ নারী ধর্ষণের ঘটনায় নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় রুজু হওয়া মামলার প্রধান আসামী সন্ত্রাসী আশিকসহ ৫ জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে রেব-পুলিশের আলাদা অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর কর্মকর্তারা।
কক্সবাজার শহরের সৈকত পোস্ট অফিস লাগোয়া সড়কের এই জায়গায় স্বামীর সঙ্গে ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে ভূক্তভোগী নারীকে ধরে নিয়ে এসেছিল সন্ত্রাসী আশিক।
এরপর ছেনুয়ারা বেগমের চায়ের দোকানে কিছুক্ষণ বসিয়ে রেখে ওই নারীকে হত্যার ভয় দেখায় আশিক। এক পর্যায়ে আশিকের দূর্বৃত্তদলের কয়েকজন সদস্য সেখানে আরো এক যুবককে ধরে নিয়ে আসে। পরে তারা ওই যুবকের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
এরপর ভূক্তভোগী নারীকে গাড়ীতে তুলে কবিতা চত্বরের দিকে নিয়ে যায় আশিক ও তার সহযোগী সদস্যরা। সেখানেই একটি ঝুপড়ি ঘরে আটকে রেখে ওই নারীর উপর চালানো হয় পাশবিক নির্যাতন।
আলোচিত সেই ঘটনার এমন রোমহর্ষক বর্ণনা দিচ্ছিলেন প্রত্যক্ষদর্শী নারী ছেনুয়ারা ও ছিনতাইয়ের শিকার যুবক।
পরে ওই নারীকে নিয়ে যাওয়া হয় হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের একটি আবাসিক হোটেলে। দ্বিতীয় দফায় সেখানেও চলে তার উপর নির্যাতন। পুলিশ বলছে, আশিকের সঙ্গে ভূক্তভোগী নারীর পূর্ব পরিচয় ছিল। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সবদিক বিবেচনা করে তদন্ত অব্যাহত রয়েছে। তবে সমুদ্র সৈকতসহ পর্যটন এলাকায় সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতা রয়েছে বলে স্বীকার করেন পুলিশ সুপার।
ঘটনায় হোটেল কর্তৃপক্ষসহ যে কারো অবহেলা কিংবা সংশ্লিষ্টতা থাকলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক।
এদিকে ভূক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় এখন পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে।