কক্সবাজারে সমুদ্রের পানিতে ভেসে গিয়ে মৃত্যুর ঘটনা বাড়ছে
- আপডেট সময় : ০২:৪২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / ১৭১৭ বার পড়া হয়েছে
কক্সবাজারে সমুদ্রের পানিতে ভেসে গিয়ে মৃত্যুর ঘটনা বাড়ছে। অসাবধানতায় গত ১০ মাসে মারা গেছেন ১৩ জন পর্যটক। জীবিত উদ্ধার হয়েছে আরও প্রায় দেড়শো।
সংশ্লিষ্টরা বলছেন, সমুদ্র স্নানের কোন বিপদ সীমা না থাকা এবং পর্যটকরা লাইফগার্ড কর্মীদের নির্দেশনা না মানায় অনাকাঙ্খিত এসব ঘটনা ঘটছে।
ভ্রমণ পিপাসু দেশি-বিদেশি পর্যটকদের পছন্দের তালিকায় এক নাম্বারে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত।
সাগরের লোনাজলে শরীর ভেজানো আর জেটিস্কিতে বসে রোমাঞ্চকর উৎসবে মেতে থাকতে কার না ভাল লাগে…?
তাইতো অনেকেই পরিবার-পরিজন কিংবা প্রিয়জনকে নিয়ে আনন্দে সময় কাটাতে ক্ষনিকের জন্য হলেও ছুটে আসেন এই সমুদ্র শহরে।
তবে কখনো কখনো নিজেদের অসাবধানতায় পর্যটকদের এই আনন্দ, বেদনাবিধুর শোকের অশ্রুতে পরিনত হয়। সমুদ্রে গোসলে করার সময় ঘটে যায় বহু অনাকাঙ্ক্ষিত বিয়োগান্তিক ঘটনা।
পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে লাইফগার্ড। পাশাপাশি আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকলে লাল পতাকা দিয়ে সর্তক করেন তারা।
জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিরাপত্তা উপকরণ বাড়ানোর পাশাপাশি পর্যটকদের সচেতনতা আরও বৃদ্ধি করা প্রয়োজন।
পর্যটকদের নিরাপত্তায় দুই শতাধিক ট্যুরিস্ট পুলিশ ছাড়াও কাজ করছে ২৮ জন লাইফগার্ড ও ৪০ জন বীচ কর্মী।