কক্সবাজার উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত
- আপডেট সময় : ০৭:৩৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
ঘণ্টায় ৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে চরম প্রবল ঘূর্ণিঝড়- মোখা। কক্সবাজার উপকূলে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলের ৪শ’ কিলোমিটারের ভেতরে এলে ঘূর্ণিঝড় মোখার গতি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মোখার সবশেষ বুলেটিনে জানানো হয়, ঘুর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৭০ কিলোমিটার; যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৯০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
ধেয়ে আসছে চরম প্রবল ঘূর্ণিঝড় মোখা। এর গতিবেগ এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। যা রোববার সকাল থেকে সন্ধ্যার মধ্যে কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। মোখার কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে।
ঘূর্ণিঝড় মোখার সবশেষ পরিস্থিতি তুলে ধরে আবহাওয়া অধিদপ্তর বলছে, অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ হওয়ায়, সমুদ্রবন্দরসহ কক্সবাজার উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেয়া হয়েছে। চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত এবং মংলা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
তিনি বলেন, মোখা উপকূলের ৪শ কিলোমিটারের মধ্যে আসলে, কেন্দ্রের গতিবেগ ১৮ থেকে ২০ কিলোমিটার বাড়তে পারে।
মোখার প্রভাবে উপকূলীয় অঞ্চলে ৮ থেকে ১২ ফুটের অধিক উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার পাশাপাশি অতি ভারী ভর্ষনের প্রভাবে পাহাড়ী অঞ্চলে ভূমি ধস হতে পারে বলেও জানান আজিজুর রহমান।