কক্সবাজার কুষ্টিয়া নেত্রকোনা ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
- আপডেট সময় : ০৫:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
কক্সবাজার, কুষ্টিয়া, নেত্রকোনা ও সাতক্ষীরায় আলাদা সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে।
কক্সবাজারের টেকনাফে পিকআপ ভ্যান ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে। সকালে মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকায় আন্তর্জাতিক সংস্থা ডব্লিউএফপির পিকআপ ভ্যানের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে খাদে পড়ে ঘটনাস্থলেই চালকসহ এক নারী নিহত ও দুই যাত্রী আহত হন।
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আনোয়ারা খাতুন নামের এক নারী। রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নেত্রকোনার দুর্গাপুরে গাড়ি উল্টে খোকন মিয়া নামে এক চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বালু লোড করছিলেন খোকন মিয়া। এক পর্যায়ে গর্তে চাকা পড়ে উল্টে যায় গাড়িটি। চালক খোকন গাড়ির নিচে চাপা পড়ে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
সাতক্ষীরায় ঈগল পরিবহনের একটি গাড়ির পিছনে চাপা খেয়ে সহকারীর মৃত্যু হয়েছে। সকালে কোচটি পরিষ্কার করছিলেন ওই গাড়ির সহকারী তানভির হোসেন। চালক রতন গাড়ি নিউট্রাল করতে গেলে পেছনের দিকে গড়িয়ে যায়। এতে দেয়ালে সঙ্গে মাথায় চাপ খেয়ে ঘটনাস্থলেই মারা যান তানভির।