কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু
- আপডেট সময় : ০৫:০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল ৭টায় শহরের বিআইডব্লিউ ঘাট ছেড়ে যায় কর্ণফুলী এক্সপ্রেস। এ মৌসুমের প্রথম যাত্রায় যাত্রী ছিল ৭৫০ জন।
যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে জাহাজে রয়েছে ট্যুরিস্ট পুলিশ টিম। জাহাজ মালিকদের সংগঠন সী-ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশন জানায়, ‘মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। বিকল্প হিসেবে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চালুর সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ পরীক্ষামূলক চলাচল করবে। পর্যায়ক্রমে অবস্থা বুঝে আবেদন করা জাহাজগুলোকেও অনুমতি দেয়া হবে। এদিকে, টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত পুণ:বিবেচনাসহ বিভিন্ন দাবীতে সংবাদ সম্মেলন করবে সী-ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন।