কক্সবাজার মাঝির ঘাট পয়েন্ট থেকে ৪০ কোটি টাকা মূল্যের ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০০:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
কক্সবাজার বঙ্গোপসাগরের খুরুশকুল মাঝির ঘাট পয়েন্ট থেকে ৪০ কোটি টাকা মূল্যের ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় পাচার কাজে জড়িত থাকার অভিযোগে এক রোহিঙ্গাসহ দুই পাচারকারীকে আটক করা হয়।
গোপন সুত্রে খবর পেয়ে র্যাবের একটি দল রোববার রাতে বঙ্গোপসাগরের কক্সবাজার শহরের খুরুশকুল পয়েন্টে অভিযান চালায়। এ সময় একটি মাছ ধরার বোট থেকে ১৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পাচারকারীকে আটক করা হয়। এছাড়াও অভিযানে পাচারকারীদের ব্যবহৃত একটি মোবাইল ফোনসেট, ১০ হাজার ৯শ’ নগদ টাকা উদ্ধার এবং পাচার কাজে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে বলে জানান কর্ণেল তোফায়েল। এ সময়র রেবের মিডিয়া উইংয়ের প্রধান লে.কর্ণেল আশিক বিল্লাহ, কক্সবাজার রেব-১৫’র অধিনায়ক উইং কমান্ডার আনোয়ারুল আজিম ও উপ-অধিনায়ক মেজর মেহেদীসহ উর্ধতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন।