কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় তীব্র ভাঙ্গন
- আপডেট সময় : ০৬:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
বৈরী আবহাওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ভ্রমণে আসা পর্যটকরা। ভাঙ্গনরোধে প্রাথমিকভাবে জিও টিউব বসানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানায় পানিসম্পদ মন্ত্রণালয়ের।
চিরচেনা সেই লাবণী ও সুগন্ধা পয়েন্ট এখন অনেকটা বিবর্ণ। সৌন্দর্য্যের সব রং যেন হারিয়ে ফেলেছে সমুদ্রের বেলাভূমি।
পূর্ণিমা ও লঘুচাপে ফুঁসে ওঠা ঢেউ আঘাত করছে দীর্ঘ বালিয়াড়িতে। এক একটি ঢেউয়ের তোড়ে খন্ড-খন্ড হয়ে বিলিন হচ্ছে সাগর পাড়।
সমুদ্র উত্তাল, তবুও রঙহীন সৈকতে পর্যটকের ভিড়। যে যার মতো উপভোগ করছেন বৃষ্টি ভেজা দিন।
পর্যটকরা বলছেন, ঢেউয়ের এমন তান্ডব তারা আগে কখনো দেখেননি।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পরিদর্শনের পর জিও টিউব বসানোর কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। যদিও শুষ্ক মৌসুমে টেকসই বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।
বুধবার থেকে সাগরে লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারে চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তীব্র ভাঙ্গন শুরু হয়।