কক্সবাজার সৈকতে আবারও ভেসে আসছে বিপুল সংখ্যক জেলিফিশ
- আপডেট সময় : ০৫:৪৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
কক্সবাজার সমুদ্র সৈকতে আবারও ভেসে আসছে বিপুল সংখ্যক জেলিফিশ। সৈকতের কলাতলী পয়েন্টের উত্তরপাশে মৃত এসব জেলিফিশ ভেসে আসে। সমুদ্র বিজ্ঞানীরা বলছেন, সাদা নুইন্না প্রজাতির এই জেলিফিশের সংস্পর্শে কোন ধরণের ক্ষতি হয় না। বরং প্রক্রিয়া করা গেলে খাদ্য হিসেবে উপযোগী হবে।
ভোরের সৈকতে যেদিকে দু’চোখ যায় আশপাশে দেখা মিলছে শুধুই জেলিফিশ। স্থানীয়রা জানান, মাছ ধরার জালে আটকা পড়া জেলিফিশগুলো সাগর পাড়ে ফেলে চলে যায় জেলেরা।
এদিকে ভেসে আসা এসব জেলিফিশের নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের একটি টিম। প্রতিষ্ঠানটির মহাপরিচালক ও সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানান, কক্সবাজার উপকূলে জেলিফিশের আধিক্য রয়েছে। জেলেদের জালে আটকা পড়ে মারা গিয়ে সেগুলো কূলে ভেসে আসে।
ভেসে আসা জেলিফিশে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে তিনি আরও বলেন, স্থানীয় ভাষায় সাদা নুইন্না প্রজাতির এই জেলিফিশ ক্ষতিকারক না।
এর আগে আগস্ট মাসেও কক্সবাজার সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক জেলিফিশ ভেসে আসে।