কক্সবাজার-১ আসনের এমপিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
কক্সবাজার-১ আসনের এমপি জাফর আলমকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে তাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশও করা হয়।
জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। গত ৮ জুন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর উপর হামলার অপরাধে এই সিদ্ধান্ত নেয়া হয়।এর আগে এমপি জাফরের সহযোগী চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুকে জেলা আওয়ামী লীগ ও হাসানুল ইসলাম আদরকে অব্যাহতি দেয় কক্সবাজার জেলা যুবলীগ। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার চিংড়ি চত্বর এলাকায় এমপি জাফরের হামলায় মেয়র আলমগীরসহ ১০ জন আহত হন।