কঙ্গোর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কার্যালয়ে হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
বিদ্রোহী গোষ্ঠীদের হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে কঙ্গোর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কার্যালয়ে হামলা চালিয়েছে স্থানীয় বিক্ষোভকারীরা।
স্থানীয় সময় সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনিতে এই হামলা চালায় বিক্ষোভকারীরা। এ সময় জাতিসংঘের বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়। এছাড়াও স্থানীয় মেয়রের কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানায় সংবাদমাধ্যম আল জাজিরা। নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বেনির বাসিন্দারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কার্যালয়ে প্রত্যাহারের দাবি জানায়। গেলো রোববার রাতে কঙ্গোর উত্তরপূর্বাঞ্চলীয় শহরে বিদ্রোহীদের হামলায় আট বেসামরিক ব্যক্তি নিহত হয়। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে স্থানীয়রা। এর প্রতিবাদে এই হামলা চালায় তারা।