কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে সড়ক মহাসড়কে তৎপর আইনশৃংখলাবাহিনী
- আপডেট সময় : ০৫:২৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
সারাদেশে চলছে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন। বিধি বাস্তবায়নে মাঠে রয়েছে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। ঘর থেকে বের হওয়ায় জরিমানা গুনতে হয়েছে অনেককে।
রাজশাহীতে বন্ধ রয়েছে সব মার্কেট ও গণপরিবহন। তবে, সীমিতসংখ্যক ব্যাটারি চালিত অটো ও রিকশা চলাচল করছে শহরে। নগরীর প্রবেশ পথগুলোতে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।
বরিশাল শহরে অনেক মানুষ চলাচল করতে দেখা গেছে। নগরীর রাস্তা-ঘাট ছিল রিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত যানের দখলে। তিনটি ভ্রাম্যমান আদালতসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখা গেছে।
রংপুরে যানবাহন এবং সাধারণ মানুষের চলাচল ছিল কম। ওষুধের ফার্মেসি ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে। মাইকিংয়ের মাধ্যমে স্বাস্থ্যবিধি অনুসরণ ও প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।
বগুড়ায় কঠোরভাবে লকডাউন পালিত হচ্ছে। মার্কেট, শপিং মল, দোকানপাট, বন্ধ রয়েছে। সড়কে ভারি যানবাহন চলাচল করছে না।
ময়মনসিংহে মানুষের চলাচল বেড়ে যাওয়ায় তৎপর ছিল আইন-শৃঙ্খলা বাহিনী। নগরীর দোকানপাট, মার্কেট, শপিংমল বন্ধ থাকলেও; রিকশা, ইজিবাইক ও ব্যক্তিগত গাড়ি চলাচল বেড়েছে।
ঝিনাইদহে কঠোর লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। সড়ক-মহাসড়কে বাস বন্ধ থাকলেও ইজিবাইক, অটোরিকশা চলাচল করছে অনেক।
নেত্রকোনায় কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসনসহ সেনাবাহিনী মাঠে কাজ করছে। বিধি অমান্যকারীদের জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। দূরপাল্লাসহ জেলার অভ্যন্তরীন সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।
এছাড়াও পাবনা, কুড়িগ্রাম,যশোর, নাটোর, পটুয়াখালী, সাতক্ষীরা, মানিকগঞ্জ, মাদারীপুর ও চুয়াডাঙ্গায় কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।