কড়া নিরাপত্তার পরও আশুলিয়া শিল্পাঞ্চলে থামছে না শ্রমিক অসন্তোষ
- আপডেট সময় : ১০:২৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
মালিক-শ্রমিক ও যৌথবাহিনীর বৈঠক এবং আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার পরও আশুলিয়া শিল্পাঞ্চলে থামছে না শ্রমিক অসন্তোষ। কয়েক দিনের অসন্তোষে ৭০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আরও ২৫টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেয়ার পরে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বিভিন্ন দাবিতে কারখানা ও সড়কে বিক্ষোভ ও অবরোধ করেন শ্রমিকরা।
আশুলিয়ায় কাজে যোগ দিতে এসে কারখানা গেটে বন্ধের নোটিশ দেখতে পান পোশাক শ্রমিকরা। এতে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকরা জানান, বিভিন্ন দাবি নিয়ে টানা কয়েক দিন ধরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে।কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের দাবি নিয়ে কয়েক দফায় আলোচনায় বসলেও কোনো ফলপ্রসূ সিন্ধান্ত হয়নি। এতে শ্রমিক বিক্ষোভে কয়েকদিন কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে রাতে আশুলিয়া থেকে একজনকে আটক করে যৌথ বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।চলছে সেনা ও বিজিবি টহল।
এদিকে, গাজীপুরের চক্রবর্তীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। বুধবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যানচলাচল বন্ধ করে দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। মহাসড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও জনসাধারণ।
এই উদ্ভুত পরিস্থিতিতে গাজীপুরের ৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।